আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও জেগে ওঠে -- অনীত রায় ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    জেগে ওঠে -- অনীত রায়


    জেগে ওঠে
     অনীত রায়
    মহুয়ার কণা ওড়ে বাতাসে
    বাতাস বেশ ভারী
    আবেশে নেমে আসতে
    চায়
    পীন পয়োধরার স্তনের
    মতো
     শ্যামল বনানীও আজ
    মহুয়া মাতাল

    মাতাল বাতাস তোমাকে
    জড়ায়
    জেগে ওঠে তোমার
    দামিনী
    তোমার রক্তস্রোতে
    জোয়ার লাগে বুকের মাঝে উথাল
    পাথাল
    ঢেউয়ের দোলায় লাগে
    ছন্দ
    জাগে মৌনমুখর শব্দ
    জাগে তোমার উন্নত
    বুক
    যেমন জেগেছিল
    একদিন এভারেস্ট
    টেথিস সাগরের যৌবন
    চাপে
    তোমার নিঃসঙ্গ বিরহী
    দ্বীপ
    অসীম ঔদাস্যে চিৎসাঁতার কাটে
    সূর্যস্নান করে
    অনন্ত কুমারী সারল্যে বৃষ্টি মাখে
    সারা গায়ে
    অমলিন পায়রা-বুকের
    নির্লিপ্তি
    মাখে গন্ধকবাতাস
    অসীম ঔদাস্যে বিবিক্তি
    পান
    তবু তোমার দ্বীপে জাগে
    ঘাস
    নাভি ধরে কস্তূরীর ঘ্রাণ
    চোখে আঁকে বিদ্যুৎরেখা
    নতুবা সাগরের অতলান্ত
    রহস্য
    সমস্ত বিস্ময় নিয়ে জাগে
    জাগে তোমার দুই বুক
    সমস্ত বিস্ময় নিয়ে মদির
    ঘোষণা
    তারই নাম স্তনিত
    উচ্চারণ
    আমি জেগে উঠছি  
    দ্যাখো
    আমার বুকে শব্দ বাজে   
    শোনো
    আমার বুকে ছন্দ জাগে  
    নাচো
    তোমার আমি
    হে আমার প্রেম 

    http://www.alokrekha.com

    9 comments:

    1. কি অপূর্ব বাঙময় মৃগনাভী গন্ধভরা মগজের প্রতিকোষে শিহরণ জাগানো ওম ওম কবিতা! কবি, আপনাকে আমার প্রণাম! আপনার কবিতা পড়ে মনের চোখে দৃশ্যমান হলো আবহমান ধরে প্রক্ষেপিত এক মোহনীয় প্রেমলীলা! বুকের ভেতরে জেগে উঠলো জন্মাবধি পুষে রাখা এক অদম্য চাওয়া: তার কণ্ঠে সেই উচ্চারণ!

      ReplyDelete
    2. কী অমৃত কথামালা পান করালে আমাকে কবি
      যে আমি নিজেকে আজন্ম মদ্যপ ভাবি
      আমাকেও তোমার কবিতার মধুরসে
      উথাল পাথাল মহুয়া বনে
      অনন্ত কুমারী সারল্যে মাতাল করলে বল
      কে আমার নেশা ছুটাবে বল কবি বল ?

      ReplyDelete
    3. অনিমেষ রায়February 16, 2018 at 6:55 PM

      কবি অনীত রায়'র কবিতা কথা বলে! প্রেমের বাণী শোনায় -বিদগদ্ধ বুকে ! আকাশের বিশালতা তুচ্ছ তার ভালোভাসার পাঠান আলোর বার্তার কাছে ! এমনই কবি অনীত রায়ের কবিতারা! অনেক ভালবাসা কবি!

      ReplyDelete
    4. মেহতাব রহমানFebruary 16, 2018 at 7:06 PM

      কবি অনীত রায়'র কবিতা দারুন অনবদ্য ! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা!মাতাল বাতাস জেগে ওঠে দামিনী রক্তস্রোতে জোয়ার লাগে বুকের মাঝে উথাল ঢেউয়ের ।এ যেন মহুয়া মাতাল দোলায় লাগে। একজন ভালবাসার মানুষকে আজন্ম তপস্যা করতে হয় এমন ভালবাসার কথা শোনার জন্য। ধন্য কবি !" ধন্য তোমার প্রেম"

      ReplyDelete
    5. "আমার বুকে শব্দ বাজে
      শোনো
      আমার বুকে ছন্দ জাগে
      নাচো
      তোমার আমি
      হে আমার প্রেম " -- অসাধারণ এই অভিব্যক্তি! শুভকামনা কবি অনীত রায়! ধন্যবাদ আলোকরেখা- সুকুমার বৃত্তির এই চারণভূমিতে আপন মনে ঘুরে বেড়াই, অনায়াস আনন্দে!

      ReplyDelete
    6. আমি এই কবিতার মন্তব্য লেখার বার বার চেষ্টা করছি কিন্তু খেই হারিয়ে ফেলছি। কোথা দিয়ে শুরু করবো তা বুঝেই উঠতে পারছি। মহুয়ার কণা ওড়ে বাতাসে আবেশে নামে শ্যামল বনানীও আজ মহুয়া মাতাল মাতাল বাতাস জড়ায় জেগে ওঠে দামিনী রক্তস্রোতে জোয়ার লাগে বুকের মাঝে উথাল ঢেউয়ের দোলায় লাগে। সমস্ত বিস্ময় নিয়ে জাগে দুই বুক বুকে শব্দ বাজে জেগে ওঠে “ তোমার আমি হে আমার প্রেম”।আর এখানেই কবির সার্থকতা

      ReplyDelete
    7. লেখক কুঞ্জ,শাহাবাগFebruary 16, 2018 at 9:01 PM

      !কবি অনীত রায়'র কবিতা দারুন অনবদ্য "জেগে ওঠে"-এ জন্য আলোকরেখাকে সাধুবাদ জানাই। কবির কবিতা মন ও মননের সুগভীর অনুচিন্তন,ভাব,আশাবাদ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা । অনেক ভালোবাসা কবি। ! অপূর্ব ভাব ! অনন্য উপমা!

      ReplyDelete
    8. সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা। আমার সীমিত সামর্থ্য নিয়ে আপনাদের কাছে পৌঁছতে চেষ্টা করব। সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ